ঘাগুটিয়ার পদ্ম বিল
ব্রাহ্মণবাড়িয়ার
আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম ঘাগুটিয়া। আর ওপারেই
ভারতের পশ্চিম ত্রিপুরার আমতলী থানার মাধবপুর গ্রাম। বাংলাদেশ-ভারতের এই
দুটি গ্রামের মাঝখানেই এই বিশাল পদ্ম বিলের অবস্থান। তবে বিলটার একটা বড়
অংশই পড়েছে বাংলাদেশের ঘাগুটিয়া গ্রামে। হিন্দু ধর্মালম্বীদের দুর্গা দেবীর
পূজায় কাজে লাগে এই পদ্ম ফুল। সে জন্য আশ্বিন মাসে এ বিল থেকে
বাংলাদেশ-ভারতের মানুষ প্রচুরসংখ্যক পদ্ম ফুল সংগ্রহ করে থাকে। ভারতের
স্থানীয় বাজারে এসব পদ্ম বিক্রিও হয়।
ঘাগুটিয়ার পদ্ম বিল বিজিবি ক্যাম্পের পাশেই
অবস্থিত। স্থানীয়রা গ্রামের নাম ঘাগুইটটা বলেও উচ্চারণ করে থাকে।
ক্যাম্পের কাছে অবস্থিত একটি ভবনে একটি নৌকা রাখা আছে। নৌকা ভ্রমন না করে
আপনি এই বিলটি পুরোপুরি দেখতে পারবেন না।
বিলে পদ্ম ফুলের সংখ্যা মোটেও কম নয়।
সাধারণত সকাল বেলা পদ্ম ফুলের সংখ্যা থাকে সবচেয়ে বেশি। গ্রামবাসীরা প্রচুর
পদ্মফুল সংগ্রহ করে তাই আপনি চারপাশে পদ্ম ফুলের ভাঙ্গা ডাল ছড়িয়ে থাকতে
দেখবেন। বিলে নৌকা ভ্রমনের সময় আপনি পদ্ম ফুল এবং পদ্ম ফল সংগ্রহ করতে
পারেন। পুরো বিল বিভিন্ন ধরনের জলজ ফুলে ছেয়ে থাকে যেমনঃ পদ্ম ফুল, শালুক
ফুল, চাঁদমালা ফুল।
বিলের পাশে অবস্থিত ভারতীয় সীমান্ত খুব
সহজেই দেখা যায়। বিলের প্রায় ৮০ শতাংশ বাংলাদেশে থাকলেও বাকি অংশ ভারতের
অংশে অবস্থিত। ব্রাহ্মনবাড়িয়ায় পৌঁছানোর পর লোকাল বাসে চড়ে এই বিলে যাওয়া
যায়।
Comments
Post a Comment