駆বরেন্দ্র গবেষণা জাদুঘর
কোন স্থানের সমস্ত
গল্প, কাহিনী আর সত্যি ঘটনা টিকে থাকে সেই স্থানের উপরে হওয়া গবেষণাগুলোতে।
বরেন্দ্র গবেষণা জাদুঘর সেই গবেষণার আধার। ভ্রমণের সাথে যদি ইতিহাসের
খানিকটা ছোঁয়া পেতে চান তাহলে ঘুরে আসতে পারেন বরেন্দ্র জাদুঘরে।
বাংলাদেশের প্রাচীনতম জাদুঘর হচ্ছে
রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাইরে থেকে জাদুঘর ভবনটি দেখে যে
ঐতিহ্যের কথা মনে পড়ে যায়, এই ভবনের ভেতর ঢুকলে সেই ঐতিহ্যগুলিকে যেন
নাগালেও পাওয়া যায়। ভবনটি বরেন্দ্র যাদুঘর বলে পরিচিত। আসল নাম বরেন্দ্র
গবেষণা যাদুঘর। শতবর্ষ পেরিয়ে যাওয়া এই যাদুঘরে বড় যত্নে ঘুমিয়ে আছে
প্রাচীন বাংলার হাজার বছরের গেীরবময় ইতিহাস। বাঙালি ইতিহাস, ঐতিহ্য আর
স্থাপত্যশিল্পের সবচে বড় সম্ভার এই বরেন্দ্র যাদুঘর। শুধু তাই নয় এই
যাদুঘর দণি-পূর্ব এশিয়ার প্রাচীন ইতিহাস, সংস্কৃতি আর প্রত্নতত্ব নিয়ে
গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ সংগ্রহশালা। প্রতিদিন প্রাচীন হিন্দু,
বৌদ্ধ এবং মুসলিম সভ্যতার নিদর্শন দেখতে কয়েকশ' দর্শনার্থী আসেন এখানে।
বরেন্দ্র গবেষণা জাদুঘরের সংগ্রহের মধ্যে রয়েছে পাথর ও ধাতুনির্মিত
ভাস্কর্য, খোদিত লিপি, মুদ্রা, মৃৎপাত্র ও পোড়ামাটির ফলক, অস্ত্রশস্ত্র,
আরবি ও ফারসি দলিলপত্র, চিত্র, বইপত্র ও সাময়িকী এবং সংস্কৃত ও বাংলা
পান্ডুলিপিসমূহ। এর সংগ্রহগুলো এক একটি ধাপে সংরক্ষিত আছে। বরেন্দ্র
জাদুঘরে যেতে চাইলে ঢাকা থেকে প্রথমে রাজশাহীগামী বাসে উঠে পড়ুন। রাজশাহী
শহর থেকে খুব সহজেই এই জাদুঘরে পৌঁছতে পারবেন আপনি।
Comments
Post a Comment